ফেসবুকে বড় থাম্বেনাইল দিয়ে ইউটিউব ভিডিও শেয়ার করুন- আপনার ভিউ বাড়ান সহজেই (ইউটিবের নিজস্ব টুলস দিয়ে)

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি টপিক । বন্ধুরা আমি হাবিব সবাই কেমন আছেন. আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করবো কিভাবে ফেসবুকে বড় থাম্বেনাইল দিয়ে ইউটিউব ভিডিও শেয়ার করবেন কোন প্রকার ওয়েব সাইট লিংক ছাড়া।




বন্ধুরা আমার অনেকে PicSee এর মত অনকে সাইট ব্যবহার করেছি ফেসবুকে বড় থাম্বেনাইল করার জন্য। কিন্তু আমরা অনেকই জানি না সেই কাজটি শুধু মাত্র আমাদের চ্যানেল থেকেও করা যায়। সেই প্রক্রিয়াটি আমি আজ আপনাদের সামনে শেয়ার করবো। শুরু করার আগে একটা কথা বলতে চাই আমি খুব কষ্ট টপিক গুলো লিখি এবং নতুন নতুন কিছু নিয়ে লিখার চেষ্টাও করি কিন্তু অনেক না ‍বুঝে খারাপ টিউমেন্ট করেন। তাই লিখার আগ্রহটা হারিয়ে পেলি। আশা কোন কিছু না বুঝলে সুন্দর টিউমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। মনে রাখবেন ব্যবহার বংশের পরিচয়।  তাহলে শুরু করা যাক। প্রথমে আস্তে আস্তে নিচের  স্কিনসট গুলো দেখুন আর বুঝতে চেষ্টা করুন —

শুরতে আপনার যে ভিডিওটির থাম্বেনাইল বড় করতে চান তা নির্ধারিত করুন (না বুঝলে নিচে দেখুন)

আমি ধরে নিলাম আপনার ভিডিও নির্ধারিত করা শেষ। এবার ভিডিওটি ওপেন করে আপনার Edit Video তে ক্লিক করুন (না বুঝলে নিচে দেখুন)।
আমি ধরে নিলাম আপনি কাজটি করতে পেরেছেন। এবার নিচের স্কিনসটটি দেখুন — Advanced Setting এ ক্লিক করুন (না বুঝলে নিচে দেখুন)
তারপর কোন কিছু চিন্তা না করে আপনি সরাসরি নিচের দেখে দেখুন উপরে Allow embedding এ চেক মার্কটি তুলে দিন। তাহলে আপনার কাজ শেষ। এবার এই ভিডিটি আপনি শেয়ার করুন আপনার ফেসবুকে দেখুন আপনার ভিডিওটির থাম্বেনাইল বড় আকারে সো করছে। আমার করা কাজের ডেমোটি দেখুন নিচে ..

আগে-


পরে-

আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। সবশেষে  আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ টিপসটি ভালো লাগলে এবং আরো নতুন টিপস পেতে আমার চ্যানেলটি Subscribe করবেন।

কোথাও বুঝতে অসুবেধে হলে টিউমেন্ট করবেন। আমার ফেসবুক